আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা
একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ফ্যাসিবাদ ও বাকশালী অবৈধ সরকার হঠাতে হবে
——সিলেট মহানগর জামায়াত
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতির জীবনে এক প্রেরনার দিন। সেদিন পাকিস্তানী সরকারের চাপিয়ে দেয়া রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের বুকে মাতৃভাষা বাংলার জন্য জীবন দেয়ার ইতিহাস সৃষ্টি করেন। এই দিনটি বিশ্বের দরবারে আমাদের জাতি সত্ত্বাকে উচু করে ধরে রেখেছে। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ। তাই একুশের চেতনাকে প্রজন্মের মাঝে জাগ্রত করে সা¤্রাজ্যবাদ ও আধিপত্যবাদীদের ধুসর ফ্যাসিবাদী বাকশালী সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের প্রতি সরকারের বৈষম্যমুলক অমানবিক আচরণ ভাষা অর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বহুলাংশে ম্লান করেছে। জাতির গর্বিত সন্তান ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযম সহ সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকগন জাতির অহংকার। ইতিহাস বিকৃতি করে জাতির সুর্য সন্তানদের বাংলাদেশের দেশপ্রেমিক জনতার হৃদয় থেকে মুছে ফেলা যাবেনা। যত দিন বাংলা ভাষা থাকবে ততদিন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউর ও গোলাম আযমরা জাতির হৃদয়ে বেচে থাকবেন।
গতকাল শনিবার মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সভায় ৫২’র ভাষা আন্দোলনে বীর শহীদানদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলা বাবুল, জামায়াত নেতা, আব্দুস শাকুর, জাহেদুর রহমান চৌধুরী, হাফিজ মিফতাহুদ্দীন ও রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি