শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ : মহিবুর রহমান জিতু

ফেব্রুয়ারীর এক প্রভাতে
ঘাতক গুলির শব্দে,
বাংলাভাষার সকল মানুষ
জাগল যাবে যুদ্ধে ।

যুদ্ধে যাবে ক্ষুব্ধ মনে
তেজে ভরা মনটা ,
ঘুমে যারা বিভোর ছিল
ভাঙ্গঁল এবার ঘুম্টা ।

শহীদ মিনার স্মৃতিসৌধের
দুরত্ব আর কতদূর ,
বায়ান্নরই ভিত্তি ধরে
আসল সাধের একাত্তর ।

একাত্তরে বীর বাঙ্গালী
ধরল এক বীরের বেশ,
যুদ্ধজয়ে উটল হেসে
তোমার আমার বাংলাদেশ।

১১ ফাল্গুন ১৪১৮, ২৩ ফেব্রুয়ারী ২০১২
আমুরোড ।
বনিীত নবিদেক
এম এস জলিানী আখনজী
চুনারুঘাট,হবগিন্জ।
তাং-২০/০২/১৫ইং