তাহিরপুরে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

 বর্তমান সরকার শিক্ষানীতির সরকার, এরই সুফল হিসেবে সারকার পহেলা জানুয়ারিতে এবছ বিনামূল্যে ৩৩ কোটি বই ছাত্র-ছাত্রীদেও হাতি তুলে দিয়েছে .. সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তপাদার

news pic.20.2.15 (1)কামাল হোসেন, তাহিরপুর: সরকার শিক্ষানীতির সরকার, এরই সুফল হিসেবে সরকার পহেলা জানুয়ারিতে এবছর বিনামূল্যে ৩৩ কোটি বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়েছে। এ সরকার ২৫০ কোটি টাকা উপবৃত্তি দিচ্ছে। শিক্ষা একটি জাতিকে উন্নতির চূড়ায় পৌছে দেয় বলেই এ সরকার শিক্ষার উপর এত গুরুত্ব দিচ্ছেন। আজকে জারা জিপিএ-৫ পেয়েছে তাদের মত সবাই জিপিএ-৫ পাওয়ার জন্য এখন থেকেই প্রতিজ্ঞাবধ্য হয়ে যাওয়। কারণ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেন। গতকাল তাহিরপুরে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা গুলো বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের প্রারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তপাদার । জানাযায়, একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম স্বপ্নচূড়ার বাদাঘাট এর আয়োজনে স্বপ্নচূড়ার সদস্য সারোয়ার ইবনে গিয়াস এর সঞ্চালনে গতকাল শুক্রবার বিকাল ৩ টার সময় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সংর্বধনা অনুষ্ঠানে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রথমে কোরআন তেলাওয়াত করেন স্বপ্নচূড়ার সদস্য আল হুসাইন মাসুদ, এবং গীতা পাঠ করেন সদস্য অসীম রায়। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সাইদুল ইসলাম শাহিন ও আ ফ ম হামিদুল, পরে বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, সিলেট এম সি কলেজের সহকারী অধ্যক্ষ প্রতাব চৌধুরী, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, পরিবেশ ও হাওর উন্নয়ন সোসাইটির সভাপতি ও সাহিত্যিক ও লেখক কাশমির রেজা, শিক্ষানুরাগী এ এইচ এ হুমায়ুন মল্লিক,এডভোকেট শফিকুল ইসলাম, বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, অভিবাবক নুরুল হক মাষ্টার, বাদাঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুনাব আলী, তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের অধ্যক্ষ সাইদুল কিবরিয়া, তাহিরপুর থানা ওসি শহিদুল্লাহ প্রমুখ। পরে তাহিরপুর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত পিএসসি ৯২ জন, জেএসসি-২০ জন, এসএসসি- দাখীল -১০ জন ও এইচ এস সি-১ জন সহ মোট ১২৩ জান ছাত্র- ছাত্রীকে ক্রেস প্রদানের মাধ্যমে সংর্বধনা দেওয়া হয়। এবং জিপিএ-৫ প্রাপ্তির বিত্তিতে সেরা উপজেলার ৩টি প্রাথমিক, ৩ টি মাধ্যমিক ও ১ উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ কে সংর্বধনা দেওয়া হয়।