ছাতকের অসহায় নিরীহ জনগনকে গ্রেফতার হয়রানী বন্ধ করুন : সুনামগঞ্জ জেলা জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌর শাখার আমীর ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল সহ নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ছাতক এর বিভিন্ন গ্রামে অভিযানের নামে নিরীহ সাধারন মানুষকে গ্রেফতার হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ । এক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান,নায়েবে আমীর এডভোকেট সামছুদ্দিন,সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ.সহকারী সেক্রেটারী আবু হানিফ নোমান,জেলা শিবির সভাপতি সাজ্জাদুর রহমান,ছাতক উপজেলা আমীর মাওলানা মখছুছুর রহমান, নায়েবে আমীর এডভোকেট রেজাউল করিম তালুকদার,সেক্রেটারী মাওলানা আকবর আলী,পৌর নায়েবে আমীর মাওলানা আবু নাবিল,সেক্রেটারী ইঞ্জিনিয়ার নোমান আহমদ বলেন, ছাতক শান্তির জনপদ । এখানে কোন রাজনৈতিক হানাহানি ছিলনা । কিন্তু অতি উতসাহী কিছু পুলিশ কর্মকর্থা শান্তÍ পরিবেশকে অশান্ত করে তুলেছেন । তারা মিথ্যা মামলা দায়ের এর পর এখন অভিযানের নামে অরাজনৈতিক সাধারন নিরীহ মানুষকে গ্রেছতার করছেন । বিশেষ করে অসহায় প্রতিবন্ধি সুনু মিয় কে গ্রেপতার করে থানায় নির্যাতন করা হয়েছে । ইউপি চেয়ারম্যান সোহেল এর ভাই সাইফুল আলম রাজন কোন রাজনৈতিক কর্মী না হওয়া স্বত্বেও শুধু ভাইয়ের কারনে তাকে গ্রেফতার করা হয়েছে । নেতৃবৃন্দ বলেন,প্রতিবন্ধি সুনু মিয়াকে গ্রেফতারের পর মধ্য গনেশপুর মসজিদের মোতাওয়াল্লী হাজী আফাজ উদ্দিন, ছড়ারপার মসজিদের মোতাওয়াল্লী আশিদ আলী মেম্বার, গনেশপুর পুরাতন মসজিদের মোতাওয়াল্লী আলীরুজ্জামান হীর মঈন উদ্দিন থানায় গিয়ে অনুরোধ করার পরও তাকে ছেড়ে দেয়নি পুলিশ । উল্টো খাবার শীতের কাপড়ও নিতে দেয়া হয়নি । এমন অমানবিক আচরন বন্ধ করতে পুলিশ প্রশাসনের প্রতি নেতৃবৃন্দ আহবান জানান ।