সিলেট সরকারী কলেজ গেইটে ছাত্রদলের তালা
নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতন। শিক্ষা প্রতিষ্ঠগুলোতে সহঅবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সরকারী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্মঘট অনুষ্ঠিত হয়।
ছাত্রধর্মঘটের শেষে ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা আব্দুস মোতাকাব্বির সাকির সভাপতিত্বে ও ছাত্রদলনেতা ইমরান হোসেন ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম, তানভির আহমদ খান, রাফি আহমদ, কাওছার আহমদ, আলম আহমদ, নাবিল হোসেন, মাসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি