বিশ্বনাথে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে দশঘর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পশ্চিমের মাঠে গতকাল শনিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন থানা থেকে আগত ষাঁড়দের নিয়ে চিয়ায়ত বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নোয়াগাঁও গ্রামের পশ্চিমের মাঠে ষাঁড়ের লড়াই আয়োজন করেন ওই গ্রামসহ ৬/৭টি গ্রামের কিছু যুবক। সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ষাড়ের লড়াই। লড়াইয়ে অংশ গ্রহনকারী উল্লেখ্যযোগ্য কয়েকটি ষাড় হল-দূরন্ত, হিরামন, কৃঞ্চ সাধু, টেবরা শাহ, বনরাজ ৩, রংধনু, কোকিলা, আশার আলো, দিনবদল, চান সদাঘর, পন্ডিত শিলান, মিশনগান, পাগলু, সৈনিক, সূর্যকিরণ, বাঘা, অগ্নিশিলা, নিউ জালিম, মহারাজ, নিউ বারুত, খালা চাচাসহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জোড়া ষাঁড় অংশ গ্রহন করে। ষাঁড়ের লড়াইয়ের খবর শুনে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে লোকজন দেখতে আসেন। সকাল ৯টা থেকে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করলে দুপুর ১২টায় কয়েক হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে বিশাল এ মাঠটি। লড়াইয়ে কারো ষাঁড় জয়লাভ করলেও কারোটা আবার হেরে গেছে। তার পরও বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেন ষাঁড়ের লড়াই প্রেমী দর্শকরা। ষাঁড়ের লড়াই আয়োজক কমিটির সভাপতি মোশাহিদ আলী বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেছি।