গানকে শয়তান কারসাজি বলায় গান ছেড়ে দেবেন বাউল শিল্পী টুনু
মুজাহিদ মসিঃ মানুষের অপ্রচার আর নেতিবাচক কথায় গান ছেড়ে দিচ্ছেন গ্রামীণ প্রতিভা মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের টুনু। তার আসল নাম মোঃ জামাল মিয়া । ছোটবেলায় আদর করে তার মা টুনু নামে ডাকতেন বলে এখন সে শিল্পী টুনু নামেই বেশি পরিচিত । আশেপাশের এলাকায় কোন মনোজ্ঞ গানের আসর টুনুকে ছাড়া যেন জমতেই চায় না। দূর-দূরান্ত থেকে তার কাছে গানের বায়না আসে।
শিল্পীর বয়স প্রায় ৩১, তবে ১৭-১৮ বছর যাবত হবে সে গান গেয়ে আসছে। তার গাওয়া গানের তালিকায় মধ্যে মুর্শিদি, বাউল, গজলসহ দেহতত্বের গানের সংখ্যাই বেশি। ইট পাথরের দুনিয়ায় তার পরিবার নিয়ে শুধু গান গেয়ে জীবন চলছে না। সে এখন কাঠমিস্ত্রির কাজ করে হিমসিম খেয়ে সংসারের চাকা ঘুরায় ।
সমাজের কতিপয় লোক তার গানকে শয়তানের কারসাজি বলে অপপ্রচার চালাচ্ছে। বলছে গান গাওয়া ভালো নয়। এসব কথা শুনে শিল্পীর মনে অভিমানের ঝড় বইছে। আর বলছেন, ‘‘আমার আর ভাল লাগে না, আমি গান ছেড়ে দেব”।