মেধাবী ছাত্রদের মেধা শূণ্য করে রাজনৈতিক ফায়দা হাসিল করা যাবে না
আল-কোরআন ফাউন্ডেশনের তাফসির মাহফিলের ৩য় দিনে মাওঃ জুবের আহমদ আনসারী
আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহাগ্রন্থ আল কোরআনের ভাষ্যকার হাফিজ মাওলানা জুবের আহমদ আনসারী বলেছেন, রাজনৈতিক খুনীরা নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে অথবা ক্ষমতায় যেতে একের পর এক নিরীহ ছাত্রদের ও সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। ক্রসফায়ারের নামে হত্যা করছে অবৈধ রাজনৈতিক রক্ষীবাহিনী। একের পর এক খুন করে দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। নিরীহ মেধাবী ছাত্রদের ও সাধারণ মানুষের লাশের মিছিল যতোই দীর্ঘ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের ভাগ্য ততই করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রদের মেধা শূন্য করে রাজনৈতিক ফায়দা কখনও হাসিল করা যাবে না। ক্ষমতায় যাওয়ার বা টিকিয়ে রাখার যে স্বপ্ন আপনারা দেখছেন অচিরেই তা দুঃস্বপ্নে পরিণত হবে। তৌহিদী জনতার বিপ্লবে আপনাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।
তিনি গতকাল ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঐতিহাসিক রেজিষ্টারী ময়দানে আল কোরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আব্দুল আজিজের যৌথ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী রহমত উল্লাহ, আলহাজ্ব মাওলানা এমরান আলম, মাওলানা ছামিউর রহমান মুছা ও মাওলানা আরিফুল হক ইদ্রিসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আরো তাফসির পেশ করেন মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা পীর আব্দুল জব্বার, ক্বারী মাওলানা মুখতার আহমদ সহ আরো প্রবীণ উলামায়ে কেরাম। বিজ্ঞপ্তি