নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার বিকল্প নাই

Derai picযুবকেরাই হচ্ছে দেশের চালিকাশক্তি, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ সহ দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে যুবকদের ভূমিকা অপরিসীম, আমাদের যুব শক্তি আজ নৈতিকতার পথ ছেড়ে দিয়ে, অনৈতিক কার্যকলাপের দিকে দিন দিন ধাবিত হচ্ছে, আমাদের ভবিষ্যত যুব সমাজ কে সুপথে ফিরিয়ে আনতে হাওর পাড়ের প্রতিটি ঘরে ইসলামী শিক্ষার আলো জ্বালাতে হবে, এ জন্য সমাজের সর্বস্তরের মানুষ কে এগিয়ে আসতে হবে । লেখা পড়ার পাশাপাশি প্রতিভা বিকাশের লক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় দিরাই কলেজ রোডস্থ জমিয়ত কার্যালয়ে মা ট্রেইলার্সের উদ্যোগে আয়োজিত  কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মাওলানা ইউনুছ আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুবায়ের খান ও আব্দুল্লাহ রাজনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়ীম, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, জমিয়ত নেতা মাওলানা এনামুল হক, ব্যবসায়ী মুছা মিয়া, বক্তব্য রাখেন হাফিজ ফয়সল, হাফিজ মাসুদ, ছাত্র নাজিম ফরিদ আহমদ। উক্ত কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৮০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে, অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।