স্বৈরাচার সরকারের পতন না ঘঠিয়ে রাজ পথ ছাড়ব না : নাছির চৌধুরী
জুবের সরদার দিগন্ত, দিরাইঃ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও ৪৮ ঘন্টা হরতালের প্রমত দিনে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কোর্ট পয়েন্ট থেকে জেলা আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে অগ্রসর হতে থাকলে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মিছিলটির গতি রোধ করে পুলিশ। এসময় বিক্ষোভকারীরা রাস্থায় সমাবেশ করে। সমাবেশে নাছির উদ্দিন চৌধুরী বলেন, অবৈধ সরকারের মনোনীত কিছু পুলিশ আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে পথের কাটা হয়ে দাড়িয়েছে। তাদের কারণে নেতাকর্মীরা যেমনি রাতে বাসায় ঘুমাতে পারছে না, তেমনি মিছিল মিটিংও করতে পারছে না। তিনি নেতা কর্মীদের উজ্জীবিত করতে বলেন, সকল বাঁধা অতিক্রম করে আজ আমরা বিজয়ের কাছাকাছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতন্ত্র ভবনে বসে তাই বলছেন। আসুন গণতন্ত্র পূন:উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথকে ঠিকানা কওে নেই। অবৈধ সরকারের পতনের পরই আমরা রাজপথ ছাড়বো। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাল্লেব খান, এ্যাড. সামছুর রহমান, এ্যাড. আব্দুল হক, অধ্যক্ষ শেরগুল আহমেদ, নূল হোসেন, নজরুল ইসলাম, এ্যাড. মাসুক আহমদ. এ্যাড. আবুল কাশেম, এ্যাড. কামাল, আঃ মজিদ, মোনাজ্জির, নুরুল আলম, মঈনুল ইসলাম, হোসেন আমীর, মোস্থাক আহমদ, দেওয়ান রাবিন আনোয়ার, শামীম আহমেদ, ইকবাল বখত সুমন, সুয়েব চৌধুরী, জাকিরুল ইসলাম তপু, রুপন মিয়া, আবুল কালাম আজাদ, মোঃ আলী, আফিকুল ইসলাম, সফিউল ইসলাম, আব্দুল মতিন, সেলিম আহমদ, একে কুদরত পাশা, মকসদ মিয়া, জাহেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সৈয়দ সফিকুল ইসলাম সফিক, ইকবাল হোসেন, ময়না মিয়া, ছাত্রদল নেতা ফরহাদ শাহ, মশিউর রহমান জুনায়েদ, ফারুক মিয়া, আঃ শহীদ, মাহমদ, রুপক, জালাল, সাইফুল ইসলাম, সোহাগ, কুটিল, শরিফ প্রমূখ।