কানাইঘাটে হরতালের সমর্থনে শিবিরের বিক্ষোভ মিছিল
কানাইঘাট প্রতিনিধিঃ ক্রসফায়ারের নামে শিবির নেতাদের হত্যার প্রতিবাদে ও ছাত্রশিবিরের ডাকা আজকের দেশব্যাপী হরতালের সমর্থনে গতকাল কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিবিরের নেতাকর্মীরা। বিকাল ৩টার দিকে গাছবাড়ী পশ্চিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শিবিরের এইচ আর ডি সম্পাদক আহমদ হুসাইন জুবায়ের, কানাইঘাট উপজেলা পশ্চিম শিবিরের সভাপতি জুবায়ের আহমদ ইউসুফ, সাবেক সভাপতি শামিম আহমদ, শিবির নেতা নাবিল আহমদ, মাদানী প্রমুখ।