রবার্ট ওয়াটকিন্স ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন

স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেনের সাথে রবার্ট ওয়াটকিন্স। ছবি- এনা।
স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেনের সাথে রবার্ট ওয়াটকিন্স। ছবি- এনা।

নিউইয়র্ক থেকে এনা: বাংলাদেশে নবনিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তার অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় স্থায়ী প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্সকে ইউএনডিপি’র বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের চিত্র তুলে ধরেন এবং এ সংস্থার বাংলাদেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
স্থায়ী প্রতিনিধি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রতিনিধির মেয়াদে ইউএনডিপি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। রবার্ট ওয়াটকিন্স এ মাসেই ঢাকায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। সাক্ষাৎকালে বাংলাদেশ মিশনের মিনিস্টার (ইকোনমিক) বরুন দেব মিত্র এবং ইউএনডিপি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।