বিশ্বনাথে শান্তিপূর্ণভাবে এসএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধিঃ ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে দুই দফা পেছানোর পর সারা দেশের ন্যায় গতকাল শুক্রবার শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল শুক্রবার থেকে সিলেট বিভাগে জেলা ছাত্রদল ৩৬ ঘন্টার হরতালের ডাক দেয়ার কারণে দুর্ভোগে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। কিন্তু শেষ পর্যন্ত অবরোধ ও হরতালের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে পরীক্ষায় দিয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় প্রথমদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর এসএসসি পরীক্ষায় উপজেলায় চারটি সেন্টার ও চারটি ভেন্যুতে ১৭১১জন শিক্ষার্থীর মধ্যে ১৬৯৬জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহন করেন। উপজেলায় মাদরাসা দুটি সেন্টারে ৫৮১জন পরীক্ষার্থী অংশগ্রহন করা কথা থাকলে ৫৭৮জন পরীক্ষায় অংশগ্রহন করেন।
উপজেলা মাধ্যমিক কর্মকতা সুলেমান হোসাইস বলেন,এসএসসি পরীক্ষায় ১৫জন ও মাদরাসার দাখিল পরীক্ষায় ৩জন পরীক্ষার্থী অনুউপস্থিত ছিলেন।