বালাগঞ্জে আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে কাস্টার ভিত্তিক আন্তঃ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সৌদি আবর প্রবাসী সমাজসেবী গিয়াস উদ্দিন বাদশার অর্থায়নে উপজেলার খন্দকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কাস্টারের আওতায় খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়, হুসেননমকী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নশিওরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৫টি বিদ্যালয়ের শিার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে ২দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতা শেষে বৃহস্পতিবার বিকালে খন্দকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান।
খন্দকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মছরুর আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক বিমল দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হাসানুল করিম কামালী, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, ভারপ্রাপ্ত উপজেলা শিা কর্মকর্তা মো. রোমন মিয়া, সহকারী উপজেলা শিা কর্মকর্তা রতন চন্দ্র সরকার, বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আফরুজুল হক, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, গহরপুর রাইটার্স কাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সৌদি আরব প্রবাসী সমাজকর্মি গিয়াস উদ্দিন বাদশা, দেওয়ান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. সামসুল আলম, মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. লায়েক মিয়া, শিওরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক সুলতান আহমদ খান, খন্দকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আব্দুল মনাফ, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, নশিওরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক নিবেদীতা ভট্রাচার্য, খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আজহারুল ইসলাম, হুসেন নমকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক কামাল হোসেন, খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুর রফিক।