ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কমরেড পদ্ম চৌধুরীর স্মরন সভা অনুষ্টিত
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সাবেক সম্পাদক মন্ডলী সদস্য কমরেড পদ্ম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে গতকাল ৪ ফেব্রয়ারী বেলা ৩টায় সিলেট পৌরবিপনী কেন্দ্রেয় ২য় তলায় পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সিরাজ আহমদের পরিচালনায় এক স্মরন সভা অনুষ্টিত হয়। পার্টির জেলা সাধারন সম্পাদক কমরেড সিকন্দর আলী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া স্মরন সভায় আলোচনা করেন, সাম্যবাদি দলের নেতা কমরেড ব্রজ গোপাল চৌধুরী, পার্টির জেলা নেতা দীনবন্ধু পাল, ইব্রাহিম আল, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারন সম্পাদক কাজী আলফাজ হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগর সহ-সভাপতি শামীম মজুমদার, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ খোকন, নারী মুক্তি নেত্রী সিরাজুন নেছা জেবু, ছাত্রমৈত্রী সিলেট জেলার সহ-সভাপতি মনোরল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি