কাজীটুলায় এমসি ও সরকারী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকা দেশ ব্যাপী চলমান অবরোধ ও হরতালের সমর্থনে এবং মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনের উপর মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও ছাত্রনেতা আহমদ চৌধুরী ফয়েজ, মাহফুজুল করিম জেহিন, শেখ এমরান হোসেন সহ সকল কারাবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সিলেট এমসি ও সরকারী কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার নগরীর কাজীটুলা এলাকায় এই মিছিল সমাবেশ অনুষ্টিত হয়। সিলেট এমসি কলেজ ছাত্রদল নেতা মুকিত তুহিনের সভাপতিত্বে এবং সিলেট সরকারী কলেজ ছাত্রদল নেতা শাহরাজ চৌধুরী রাহীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না বলেন, “অবৈধ সরকারের হুমকি ধামকি উড়িয়ে দিয়ে মুক্তিকামী ছাত্রজনতা রাজপথে দূর্বার গণ-আন্দোলন অব্যাহত রেখেছে। তাতে ফ্যাসিষ্ট সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই এখন বিচার বহিঃভূত হত্যা, গুম, নির্য়াতন এবং সিলেট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনসহ সকলের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে চলমান আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। তিনি অবিলম্বে সকল কারাবন্দির মুক্তি ও ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।”
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা মাসরুর রাসেল, আব্দুস সালাম, মাহফুজ মুন্না, আরিফুজ্জামান খান রিপন, রানা আহমদ রুস্তুম, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আহ্বায়ক জায়েদুর রহমান জায়েদ, মোহাম্মদ আব্দুছ ছামাদ, সুমন আহমদ, জাকারিয়া মুন্না, আরিফুল ইসলাম সুমন, নিজাম উদ্দিন, জামিল আহমদ, সুজন আহমদ, শান্ত, মাহবুবুল কবির অপু, শেখ নাঈম, মিজানুর রহমান সুজন, আবুল রায়, শায়েক আহমদ, হামিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি