সুরমা টাইমস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ড কাপ আর্ন্তজাতি ফুটবল ম্যাচের সেমিফাইনাল খেলতে সিলেটে এসেছে মালেশিয়া অনুর্ধ্ব-২৩ ও সিঙ্গাপুর অনুর্ধ্ব-২৩। সেমিফাইনাল উপলক্ষে উপশহরস্থ হোটেল রোজভিউতে প্রেস কনফারেন্স করেন দেলর কোচ ও অধিনায়করা। পরে বিএকেএসপির মাঠে অনুশিলনে নামেন দুই দল।