তাহিরপুরে মোটরসাইকেল চাঁপায় এক বৃদ্ধ নিহত
কামাল হোসেন,তাহিরপুরঃ তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল চাঁপায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার সীমান্ত ঘেষা উত্তর বড়দল ইউনিয়নের খাশতাল গ্রাম সংলগ্ন বাদাঘাট-বড়ছড়া সড়কে। নিহত বৃদ্ধ উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামের ইব্রাহীম হোসেন(৬৫)। স্থানীয় এলকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বুধবার দুপুরে ইব্রাহীম হোসেন বাড়ি থেকে খাশতাল গ্রামের সাবেক মেম্বর সুরুজ মিয়ার জানাজায় যাওয়ার সময় খাশতাল গ্রামের মৃত মৌলবী হাসান আলীর ছেলে আমান উল্লাহ মোটরসাইকেল নিয়ে বাদাঘাট থেকে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে ইব্রাহীমকে চাঁপা দিলে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘত পেয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে বিশ্বম্বরপুর উপজেলার মিয়ারচড় নামক স্থানে তার মৃত্যু হয়।