সিলেট পেশাজীবি পরিষদ‘র বিস্ময় প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী, একুশে পদক প্রাপ্ত দেশবরণ্য বুদ্ধিজীবি ও দেশের বৃহত্তম সুশীল সমাজের সংগঠন “শত নাগরিক” জাতীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদের উপর মামলা দায়ের ও সিলেটের প্রাচীনতম জনপ্রিয় সংগঠন “বাংলাদেশ ফটো জানালিষ্ট এসোসিয়েশন” সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের উপর ককটেল বিস্ফরণের ঘটনায় বিস্ময় প্রকাশ করে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট পেশাজীবি পরিষদ‘র আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অবঃ) প্রিন্সিপাল আতাউর রহমান পীর ও সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে একটি রাজনৈতিক সংকট চলছে, আমরা আগেই বলেছিলাম, সেই সংকট রাজনীতিবীদদের তৈরি তাদেরকেই সেই সংকট আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে। আজ বাংলাদেশের মানুষ রাজনীতিবীদদের তৈরি মহা সংকটের করণে শ্বাসরুদ্ধ অবস্থা শত আতংক নিয়ে জীবনের তাগিদে জীবন জীবিকা নির্বাহা করছে। আমরা মনে করি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদের উপর মামলা দায়ের ও সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল‘র উপর ককটেল বিস্ফরন হয়েছে দেশে রাজনৈতিক মহা সংকটের কারণে। আমরা আবারও দেশের সকল রাজনীতিবীদদের অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের তৈরি রাজনৈতিক মহা সংকট দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মিমাংশা করুণ। বিজ্ঞপ্তি