সিলেটে বোমাবাজ ধরতে র‌্যাবের লাখ টাকা পুরষ্কার ঘোষণা (ভিডিও)!

Sylhet RAB 01-02-2015সুরমা টাইমস ডেস্কঃ রাজনৈতিক কর্মসূচী পালনের নামে অবরোধ ও হরতালে সিলেট নগরীতে নাশকতা সৃষ্টিকারী ককটেল হামলাকারী ও পেট্রোল বোমাবাজদের ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা করে লিফলেট বিতরণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রবিবার দিনভর সিলেট নগরীর বিভিন্ন স্থানে পুরষ্কারের মূল্যহার সম্বলিত এসব লিফলেট বিতরণ করা হয়।
‘মা কাঁদছে জ্বলছে দেশ / ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগান শীর্ষক লিফলেটে র‌্যাব পুরষ্কারের হার উল্লেখ করেছে।
সেখানে উল্লেখ করা হয়েছে- ককটেল নিক্ষেপকারী সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা, গাড়িতে বোমা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ছবি বা ভিডিও ব্যক্তিগত মোবাইল বা ক্যামেরাতে ধারণ করে দিলে ১০ হাজার টাকা, পেট্রোলবোমা নিক্ষেপকারী সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার টাকা, ককটেল নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রোল বোমা নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, ককটেল নিক্ষেপকারীর পরিকল্পনাকারী বা সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা, পেট্রোল বোমা নিক্ষেপকারীদের হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ১ লাখ টাকা এবং পেট্রোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী বা সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য র‌্যাবকে দিলে ১ লাখ টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা দেয়া হয়।