সিলেট-ভোলাগঞ্জ সড়কের কাজ শুরু না হলে অচিরেই দুর্বার গনআন্দোলন
কোম্পানীগঞ্জে শ্রমিক সমাবেশে নাসরিন জাহান
দীর্ঘ দুই মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জের লাচুখাল বাজারে এক বিরাট শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা সড়কটিকে জাহান্নামের পথ আখ্যায়িত করে বলেন, অচিরেই রাস্তার কাজ শুরু না হলে কোম্পানীগঞ্জবাসীর আন্দোলন এমন চরম পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যা’ কোন শক্তিই থামাতে পারবেনা। দুর্বার এ গনআন্দোলন শুরুর আগেই রাস্তার কাজ আরম্ভ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার তাদেরই বহন করতে হবে। তিনি বলেন সরকারের যোগাযোগ মন্ত্রীসহ কর্তৃপক্ষ শুধু আশ্বাসের বাণীই শুনিয়ে চলেছেন, কিন্তু কোম্পানীগঞ্জবাসী এখন আর সে আশ্বাসে বিশ্বাস করতে পারছেনা। কোম্পানীগঞ্জবাসীর আন্দোলন যেভাবে তুঙ্গে হয়ে উঠছে, সে আন্দোলনে এক সময় পদ্মাসেতুসহ সব অবকাঠামো নির্মান কাজে পাথর সরবারাহ বন্ধ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান তিনি। বক্তৃতাকালে নাসরিন জাহান এ ব্যাপারে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় লাচুখাল যুবমংঘ আয়োজিত সমাবেশে এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী উমর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসকাব সভাপতি মো. আবুল হোসেন, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, উপজেলা জাতীয় পার্টি সেক্রেটারী আব্দুল মতিন মলাই, আব্দুল বাছির, মইন উদ্দিন ম্বোর, নাছিমা বেগম, রফিকুল ইসলাম তনু, কাজল মিয়া, শ্রমিক নেতা জয়নাল আবেদীন, নূরুল ইসলাম, মিজানুর রহমান, লাচুখাল যুসংঘের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন, দিদার হোসেন, মুজাম্মেল হক, হাসান মিয়া, মিলন মিয়া, আনোয়ার হোসেন, ইয়াকুব আলী, খোকন মিয়া, শওকত আলী, সোহাগ মিয়া, আইনুল হক, সাদেক মিয়া, জাফর মিয়া, ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমূখ। বিজ্ঞপ্তি