শাহজালাল সিটি কলেজে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. তপোধীর ভট্রাচায
জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি মানবিক গুন অর্জন করতে হবে
শাহ জালাল সিটি কলেজে বিভিন্ন বিভাগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) কলেজ লাইব্রেরিতে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট লেখক গবেষক ড. তপোধীর ভট্রাচার্য।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বৃত্তি হচ্ছে মেধার স্বীকৃতি। যারা আজ বৃত্তি পেয়েছে তাদের আরো সাধনা করতে হবে, আর যারা পায়নি তাদের কঠোর অনুশীলন করতে হবে। সকলের মধ্যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার দুয়ার খোলে এগিয়ে যাওয়াই হবে তোমাদের কাজ।
তিনি বলেন, আমরা যা স্বপ্ন দেখি তা বাস্তবেও ঘটে। সবাইকে বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবায়নেরও চেষ্টা করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি মানবিক গুন অর্জনের শিক্ষা গ্রহনের উপর জোর দেন তিনি।
কলেজের প্রতিষ্টাতা এনামুল হক সরদারের সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় উপস্থিত ছিলেন, ড. তপোধীর ভট্রাচার্য’র সহধর্মিনী লেখক-গবেষক ড. স্বপ্না ভট্রাচার্য, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাফাদার, কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, উপাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রভাষক মঈনুর রহমান, জান্নাতুন ফেরদৌসি, দেলোয়ার হোসেইন, পৃথ্বীরাজ রায়, শহীদুল ইসলাম রতন, নিজাম উদ্দিন, সাবিহা সুলতানা শীমু, লুৎফুন নাহার লিপা, জেমিমা রহমান লাভলী, হালিমাতুস সাদিয়া, হাফিজুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, মনিরুজ্জামান, ইমরানা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি