৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎসহ সকল সংযোগ বিচ্ছিন্ন করা কোন সভ্য সরকারের কাজ হতে পারে না : জেলা বিএনপি
পুত্র শোকে কাতর ২০ দলীয় জোট প্রধান বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ,গ্যাস,ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা ও বারবার কারানির্যাতিত মজলুম যুগ্ম মহাসচিব এডভোকেট রুহল কবির রিজভীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সকল সংযোগ পুনরায় নিশ্চিত করা না হলে টানা-হরতাল-অবরোধ সহ কঠোর কর্মসুচীর মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের ডাক দেয়ারও হুমকী দেন তারা।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, সদ্য প্রিয় পুত্র আরাফাত রহমান কোকোকে হারিয়ে বাকরুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তাঁর স্বামী-হারা পুত্রবধু ও বাবা হারা সন্তানদের নিয়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। সেই সময়ে গুরুত্বপুর্ন কার্যালয়ের বিদ্যুৎ সহ সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া কোন সভ্য সরকারের কাজ হতে পারে না। সরকারের মন্ত্রী এমপিরা প্রকাশ্য ঘোষনা দিয়ে ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রয়োজনীয় সকল সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসের নিকৃষ্ঠতম এক কালো অধ্যায় সুচনা করেছে। অবৈধ সরকার তাদের অনিবার্য পতন ঠেকাতে শেষবারের ব্যার্থ চেষ্ঠা চালাচ্ছে। কিন্তু এই জালিম-ফ্যাসিষ্ট সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। জনতা গর্জে উঠেছে পালানোর সকল পথ বন্ধ হয়ে যাচ্ছে। সময় থাকতে বাকশালীদের শুভ বুদ্ধির উদয় না হলে কঠোর মূল্য দিতে হবে। অবিলম্বে দেশনেত্রীর কার্যালয়ের সকল সংযোগ পুনরায় নিশ্চিত করুন। অন্যথায় ইতিহাসের লজ্জাজনক পরিনতি বরন করে পদত্যাগের জন্য প্রস্তুত থাকুন।
বিবৃতি প্রদান করেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী । বিজ্ঞপ্তি