সিলেট ল’কলেজ ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া

chhatroleage logoসুরমা টাইমস ডেস্কঃ ছাত্রলীগের সম্মেলকে কেন্দ্র করে সিলেট ল’ কলেজে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে কলেজ ক্যাম্পাসে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরপদার ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরীর অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি সিলেট ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার অনুসারীরা একটি প্রচার মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও ল’ কলেজের ছাত্র সঞ্জয় কুমার চৌধুরী অনুসারীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে রাহাত অনুসারীরা ক্যাম্পাস ত্যাগ করে। পরে সঞ্জয় অনুসারীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সঞ্জয় অনুয়ারীরা ক্যাম্পাসে অবস্থানে ছিল।
এ ব্যাপারে সিলেট মহানগরীর সভাপতি রাহাত তরপদার ধাওয়া-পাল্টা ধাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,‘গঠনতন্ত্র অনুযায়ী সিলেট ল’ কলেজে আগামীকাল সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ব্যাক্তি স্বার্থ হাসিল করতে এই সম্মেলনকে বানচাল করার চেষ্টা চলছে।’
তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘যদি কেউ কোন ধরণের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা হলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।’
সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও ল’ কলেজের ছাত্র সঞ্জয় কুমার চৌধুরী বলেন, ‘মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার কাউকে না বলে নিজ ইচ্ছায় সম্মেলনের আয়োজন করেছেন। এটা কলেজের অধ্যয়নরত ছাত্রলীগ নেতারা মেনে নিতে পারছেন না। তাই তারা বিরোধীতা করছেন।’
তিনি আরো বলেন, ‘রাহত অনুসারীরা আজ বিকাল পৌনে ৪টার দিকে একটি প্রচার মিছিল বের করেতে চেয়েছিল। তখন তাদেরকে ধাওয়া দিয়ে আমার ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।’