অনেকদিন পর এফডিসিতে শাবনূর
সুরমা টাইমস ডেস্কঃ দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে এলেন শাবনূর। দীর্ঘদিন পর আজ শুক্রবার এখানে দেখা গেলো তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
জানা যায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এসে ভোট দেন শাবনূর। এ সময় তার অনেক সহকর্মী ও নবীন শিল্পী তার সঙ্গে সেলফি তোলেন। তার পরপরই ভোট দেন ইরিন জামান, নিরব, ইমন ও জায়েদ খান।
নিজের অভিনীত ‘বধূ তুমি কার’ ছবির সহশিল্পী অনিককে ২০১২ সালের ৬ ডিসেম্বর চুপিসারে বিয়ে করেন শাবনূর। এরপর সন্তানসম্ভবা হলে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। গত বছরের মাঝামাঝি ছেলে আইজান নেহানকে নিয়ে ঢাকায় ফেরেন তিনি।
শাবনূরকে সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস ও মৌসুমী।