তাঁতীবাজারে যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ফটো
ফাইল ফটো

সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর তাঁতীবাজার মোড়ে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার সকালে বংশাল থানার ডিউটি অফিসার এসআই জহির বাসে আগুন দেয়ার তথ্যটি বাংলামেইলকে নিশ্চিত করেন। তবে এর চেয়ে বেশি তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করে ঘটনাস্থলে দায়িত্বে থাকা এসআই মতিউর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এসআই মতিউর রমহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁতীবাজার মোড়ে পৌঁছলে কিছু দুর্বৃত্ত বাসটিতে আগুন দেয়। তবে এটি পেট্রোল বোমার আগুন, নাকি সাধারণ আগুন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্য কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের সদরঘাট শাখার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রী কম থাকায় সবাই নিরাপদে বাস থেকে নেমে যেতে পেরেছে।