ককটেলে ঝলসে গেল ঢাবি ছাত্রসহ ৮ জনের শরীর
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট থানার নিউমার্কেটের ১ ও ২ নম্বর গেটে ককটেল বিস্ফোরণে অন্তত ৮জন আহত হয়েছেন। আহতরা হলেন- নাজিম উদ্দিন (২০), পিয়ার হোসেন (২২), মো. শাহজাহান (২০), স্বজল (১৮), সীমান্ত (২২), জামাল হোসেন (৪৪), শহিদুল ইসলাম (২২) ও হাজারি (২০)।
বৃহস্পতিবার বিকালে হরতাল চলাকালে এই ঘটনা ঘটে। তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টায় নিউমার্কেটের ১ ও ২ নম্বর গেটে অজ্ঞাত দুবর্ৃৃত্তরা ৭/৮ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এতে ৮ জনের শরীরে ককটেলের স্পিন্টারবিদ্ধ হয়। এদের মধ্যে চারজনের চোখে,কানে ও নাকে ককটেলের স্পিন্টারবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে স্বজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি স্যার সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। বাকিরা হকার ও দিনমজুর বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।