সূর্যাস্ত পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইএস
সুরমা টাইমস ডেস্কঃ আল-কায়েদা সংশ্লিষ্ট নারী বন্দীকে মুক্তিদানে জর্ডানকে বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)। নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দীকে ছাড়া না হলে আটক জর্ডানী বিমানচালককে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
জাপানী ফ্রিল্যান্সার কেনজি গোতোর কণ্ঠে প্রকাশিত এক অডিও বার্তায় বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) দিনান্তের আগে সাজিদা আল-রিসাবিকে মুক্তি দেওয়া না হলে বিমানচালক মুয়াজ আল-কাসাসবেহকে হত্যা করবে আটককারীরা।
অডিওবার্তায় গোতো বলেন, ‘মসুলের সময় অনুযায়ী বৃহস্পতিবার সূর্যাস্তের মধ্যে তুর্কি সীমান্তে আমাকে ও রিসাবিকে যদি বিনিময় না করা হয় তাহলে জর্ডানী বিমানচালক কাসাসবেহকে হত্যা করা হবে।’
এ বার্তা থেকে আসলে কাসাসবেহ না গোতোকে মুক্তি দেওয়া হবে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি।
অডিও বার্তাটি প্রকাশের পর পরই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘আমরা নতুন বার্তাটি পেয়েছি। এর সত্যতা যাচাই করা হচ্ছে।’
এর আগে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বিমানচালকের বিনিময়ে রিসাবিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে।
দেশটির সরকারের এক মুখপাত্র বুধবার বলেন, ‘যদি জর্ডানী বিমানচালককে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয় তাহলে আমরা বন্দী সাজিদা আল-রিসাবিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছি।’
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ এক টুইট বার্তায় বলেন, তার দেশ বিমানচালকের নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিতের অপেক্ষায় রয়েছে।