চলমান সহিংসতা বন্ধে গণঅনশনে এরশাদ
সুরমা টাইমস ডেস্কঃ দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা বন্ধের দাবিতে প্রতীকী গণঅনশন করছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতীকী গণঅনশন শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর পৌনে ১২টার দিকে অনশনে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন।
গণঅনশনটি গত ২৭ জানুয়ারি হওয়ার কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে ২৯ জানুয়ারি করা হয়। এদিকে দুই নেত্রীর সংলাপের দাবিতে গতকাল দুপুরে মতিঝিলে নিজ কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন কৃষক শ্রমকি জনতা লীগের সভপাতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।