ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আজকের হরতাল সফল করুণ : মহানগর বিএনপি
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমূলক মামলা দায়ের, সারা দেশে দলীয় নেতা কর্মী গুম-খুন-গ্রেফতার ও পুলিশী হয়রানী এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবীতে আজকের সকাল সন্ধ্যা হরতাল সফল করার জন্য পেশাজীবি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, দিনমজুরসহ সিলেটের সর্বস্থরের নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট বিএনপি’র নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এম এ হক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটি সদস্য নাসিম হোসাইন, অধ্যাপক মকসুদ আলী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটি অন্যতম সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, রেজাউল হাসান কয়েছ লোদী, মিফতা সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, আহাদুস সামাদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ওমর আশরাফ ইমন, মঈন উদ্দিন সুহেল, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মিছবাহ উদ্দিন, এম এ রহিম, মুফতি বদরুনূর সায়েক, রেজাউল করিম আলো, হাদীয়া চৌধুরী মুন্নী, মুফতি নেহাল, মুকুল মুর্শেদ, আলাউদ্দিন, আব্দুস সত্তার, আব্দুল জব্বার তুতু এই আহবান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সন্তানের মৃত্যুতে বেগম খালেদা জিয়া যখন শোকে কাতর, ঠিক তখন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানসিকতা নিয়ে স্বৈরাচারিনী অবৈধ শেখ হাসিনা সরকার বেগম জিয়ার উপর মামলা দায়ের করেছে, যা শুধু অমানবিকই নয়, সকল রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। অবৈধ সরকারের এহেন সিদ্ধান্তে জাতি আজ ক্ষুব্ধ। অবৈধ সরকারের মাত্রাতিরিক্ত আণুকূল্যে আইন শৃঙ্খলাবাহিনী বেপরোয়া হয়ে ২০ দলীয় নেতা কর্মীদের গ্রেফতার, বিচার বর্হিভূত হত্যা, গুমের মত পৈশাচিক আচরণ করছে। জনগণের ভোটের অধিকার হরণকারী অবৈধ সরকারের পতন আজ সময়ের দাবী। ২০০৪ সালে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে গান পাউডার দিয়ে ১১ জন্য মানুষ হত্যাকারীদের পুরুস্কৃতকারী বর্তমান অবৈধ সরকার যখন চলমান আন্দোলনের গায়ে জঙ্গী তকমা দিবার সুযোগ খোজে, তখন জনগণ হতবাক হয়। জ্বালাও-পোড়াও এবং লগি-বৈঠার হিংস্রতা জাতি ভুলে যায় নি। আজ সেই সহিংস রাজনীতির ধারায় সরকার স্বীয় এজেন্ট ধারা শত শত মায়ের বুক খালি করছে। অবৈধ সরকারকে উপলব্ধি করা দরকার, জনগণের সেন্টিমেন্ট কে পদদলিত করে ক্ষমতা আকড়ে রাখার ফল কখনও শুভ হয় না। অবিলম্বে জনগণের অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে ক্ষমতা ত্যাগ-ই হবে গণবিচ্ছিন্ন মহাজোট নেতৃত্বের সঠিক সিদ্ধান্ত। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা জানি হরতাল-অবরোধ জনগনের জীবন যাত্রাকে বাধাগ্রস্থ করে। তারপরও জনগণকেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। গণতন্ত্রকামী জনগণের অংশগ্রহণে চলমান অবৈধ সরকার বিরোধী আন্দোলন আজ চুড়ান্ত রূপ দিতে শত কষ্ট উপেক্ষা করে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমশের মবীন চৌধুরী বীর বিক্রম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমসহ বিএনপি ও ২০ দলীয জোট নেতৃবৃন্দের মুক্তি ও নেতা কর্মীদের বাসা বাড়ীতে তল্লাসীর নামে হয়রাণী বন্ধ করার দাবী জানান।
এদিকে আজকের সকাল সন্ধ্যা হরতাল সফল করতে সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন। বিজ্ঞপ্তি