পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

Moulvibazar pic.1মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি কলেজের নবনির্মিত লীলা নাগ হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শিার্থীদের উদ্দেশে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। শিকরা যখন কাস করান তখন তোমাদের শিকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। লেখাপড়া করে মা-বাবার মুখ উজ্জ্বল করে ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। গত ২৮ জুনুয়ারি দুপুরে এ নবনির্মিত লীলা নাগ হল উদ্বোধন করা হয়। মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মু. শহীদুল্লাহর সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, মৌলভীবাহজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমূখ।