সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান চৌধুরীর প্রতীকী অনশন আজ
দেশে বিরাজমান সহিংস ঘটনার প্রতিবাদে এবং সংকট নিরসনে সকল পক্ষকে সংলাপে বসার দাবীতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ অনশন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচীকে অনুসরণ করে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী আজ ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন পালন করবেন। অনশন কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য তিনি এক বিবৃতিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি