শিক্ষকদের প্রচেষ্ঠায় শিক্ষার রোল মডেল হতে পারে দিরাই উপজেলা : জেলা প্রশাসক
জুবের সরদার দিগন্ত, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলদেশের শিক্ষার হার যেখানে শতকারা ৬৭ ভাগ সেখানে সনামগঞ্জের শিক্ষারহার ৩৫ ভাগ, এটা দুঃখ জনক, এ অবস্থা পরিবর্তন অত্যন্ত জরুরি। গতকাল মঙ্গলবার দুপুরে দিরাই উপওজলা প্রসাশন আয়োজিত ‘শিক্ষার গুনগত মানোন্ননে করনীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ সকল কথা বলে। তিনি আরো বলেন, শিক্ষক অভিভাবক এসএমসি ও শিক্ষার্থীর সমন্বয়ে এ অবস্থার উন্নয়ন সম্ভব, আমি এখানে এসে হাওর পাড়ের অনেক এলাকা ঘুরেছি, অনেক স্কুল কলেজ পরিদর্শন করেছি, তাদের সাথে আলাপ চারিতায় আমি বুঝতে পেরেছি, হাওরের পাড়ের পাড়া গাঁয়ের শিক্ষার্থীদের মাঝেও লুকায়িত রয়েছে প্রতিভা, প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এ আমার বিশ্বাস। তিনি স্বাধীন বাংলার প্রথম পররাষ্ঠ্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের নাম উল্লেখ করে বলেন, তিনি ভাঠি অঞ্চলের পাড়া গায়ে জন্ম নিয়ে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাছাড়া আপনাদের দিরাইয়ে বিচারপতিসহ চারজন সচিব- যুগ্মসচিব ও অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে। প্রথমিক শিক্ষাকে শিক্ষার মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, মা সমাবেশ, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকতা মনিটরিং ব্যবস্থা জোরদারের আহবান জানিয়ে বলেন, সরকারের দেওয়া ৪৬ টি নির্দেশনা অনুস্মরণ করলেই প্রাথমিক শিক্ষাসহ এ এলাকার সকল স্থরের শিক্ষার মান উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষদের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, আপনাদের সম্মান সবার উর্ধে। আপনাদের প্রচেষ্ঠায় এখানকার শিক্ষার হার ১৭ থেকে ৩৬ নিয়ে এসছেন, আপনারা চাইরে একদিন দিরাই উপজেলাকে সারা বাংলার শিক্ষার রোল মডেল করে তুলতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিত রায়, দিরাই প্রেসকাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাকেশ চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাস, আব্দুস সালাম, জাহাঙ্গির চৌধুরী প্রমূখ।