শাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন এমদাদ
শাবি সংবাদদাতাঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক। এর আগে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় দীর্ঘদিন প্রক্টরের দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হলে এমদাদুল হককে নতুন করে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়।
এমদাদুল হক এর আগে সহকারি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে পরিবর্তন এলেও মূল প্রক্টরিয়াল বডির কোন পরিবর্তন করা হয় নি বলে জানান নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক। তিনি আরো জানান- আগের প্রক্টরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন প্রক্টর নিয়োগ হওয়ার আগ পর্যন্ত তিনিই ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নতুন প্রক্টর কবে নাগাদ নিয়োগ হতে পারেন, এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান- এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।