নবীগঞ্জে ডাকাতি মামলা থেকে লিটন দেবকে অব্যাহতি দিতে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতি
নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন দেবকে ষড়যন্ত্রমূলকভাবে ডাকাতি মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্রিকায় বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধÑখ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু, সহ-সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ,এডঃ সুষেন্দ্র দাশ,সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সহ-সাধারন সম্পাদক পবিত্র বনিক,সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ,অর্থ সম্পাদক নিতেশ চন্দ্র রায়,মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়,সাধন চ›ন্দ্র দাশ,শিক্ষক রাখাল চন্দ্র দাশ,নিতেশ রায়,গৌরমনি সরকার,পিন্টু চন্দ্র রায়,গুরু পদ দাশ ময়না,পৃথ্বিশ চক্রবর্তী,সজল দাশ,বিপুল চক্রবর্তী,সুশিতল রায়,সুধীর চন্দ্র রায় প্রমূখ। বিবৃতিদাতারা বলেন,বিগত ২৭/৪/১৪ ইং তারিখে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মোড়াউড়া গ্রামের আখলিছ মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং ২৯ দায়ের করেন। ঐ মামলায় সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলকভাবে তাকে আসামী করা হয়। তাই দায়েরকৃত মামলাটি পুনরায় তদন্ত সাপেক্ষে চুড়ান্ত চার্জশীটে আসামী নির্দোষ লিটন দেবকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। উল্লেখ্য ঘটনার পর বিগত মাসগুলোতে নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্গলা কমিটি ও হবিগঞ্জ জেলা আইন শৃঙ্গলা কমিটির সভায় বক্তাগন লিটন দেবকে নির্দোষ বলে দাবী করেন এবং তদন্তসাপেেেক্ষ তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।