আদালত প্রাঙ্গনে কতিপয় আইনজীবীদের উচ্ছৃঙ্খলতা বিচার বিভাগ ধ্বংসের অশনী সংকেত : সিলেট জেলা বিএনপি

একটি হত্যা মামলায় সরকার দলীয় নেতাকর্মীদের জামিন কে কেন্দ্র করে সিলেটের আদালত প্রাঙ্গনে কতিপয় আইনজীবীদির উচ্ছৃঙ্খলতা, বিচারকদের সাথে অশালীন আচরন ও সাংবাদিকের উপর হামলা ক্যামেরা ছিনিয়ে নেয়ার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, এর মাধ্যমে সিলেটের বিচার বিভাগের দীর্ঘ দিনের ইতিহাস ঐতিহ্যের মুখে শুধু কালেমা লেপন হয়নি বিচার বিভাগে সরকারের নগ্ন হস্থক্ষেপের বহিঃপ্রকাশ ঘটেছে। এই দৃশ্য তুলতে গেলে সাংবাদিক নুরুল হকের উপর আক্রমন করে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে আইনসেবার মত মহান পেশায় নিয়োজিত ঐসকল আইনজীবিগণ গণমাধ্যমের কন্ঠরোধ করার হীন কর্মকান্ড করেছেন। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বিচার বিভাগের স্বাধীনতা ও ঐতিহ্য সমুন্নত রাখতে বিজ্ঞ বিচারকদের সাথে এমন ন্যাক্কারজনক আচরন ও জাতির জাগ্রত বিবেক সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বিবৃতি প্রদান করেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি