১০ম বাংলাদেশ অ্যাস্ট্রো- অলিম্পিয়াড ২০১৫ সিলেট পর্ব ২৮ জানুয়ারী
১০ম বাংলাদেশ অ্যাস্ট্রো- অলিম্পিয়াড ২০১৫ সিলেট পর্ব ২৮ জানুয়ারী বুধবার দুপুর ৩ ঘটিকায় মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে অনুষ্টিত হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ যৌথভাবে ২০০৬ সাল থেকে ১৪ থেকে ১৯ বছর বয়সের ছাত্র- ছাত্রীদের নিয়ে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে এই প্রতিযোগিতা করে আসছে। এ বছরের প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে ৭১ টিভি ও দ্যা ডেইলি স্টার। ইতিমধ্যে ৫ শতাধিক আগ্রহী ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য রেজিষ্টেশনের কার্যক্রম সম্পন্ন্ করেছেন। দুপুর ৩ থেকে ৫ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টার পরীক্ষা অনুষ্টিত হবে। পরীক্ষার শেষে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞান বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্টিত হবে। আলোচনা সভায় আলচক হিসেবে উপস্থিত থাকবেন সিকৃবি’র সয়েল সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কাশেম, সিলেট সাইন্স কলেজের অধ্যক্ষ নওসাদ আলী সবুজ, শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক শাকিল ভুইয়া। সভাপতিত্ব করবেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের সম্বনয়কারী প্রনব জ্যোতি পাল। অ্যাস্ট্রো- অলিম্পিয়াড ২০১৫ এর চূড়ান্ত তিন জন বিজয়ী বুলগেরিয়া ও ইন্দোনেশিয়ায় অনুষ্টিত বিশ্ব অ্যাস্ট্রো- অলিম্পিয়াড ২০১৫ এ অংশ গ্রহন করার সুযোগ পাবে। উক্ত প্রতিযোগীতায় ও আলোচনা সভায় রেজিষ্টাশনকৃত সকল ছাত্র-ছাত্রীদের ৩টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞান আন্দোলন মঞ্চের সিলেট জেলা সংগঠক পাপ্পু চন্দ ও বদরুল আমিন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি