মঙ্গলবার সিলেট কোর্ট পয়েন্টে কোকো’র গায়েবানা জানাজা
সুরমা টাইমস ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজা মঙ্গলবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।
২০ দলীয় জোট জেলা ও মহানগর শাখা এই গায়েবানা জানাজার আয়োজন করেছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক। ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ সিলেটবাসীকে জানাজায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।