জগন্নাথপুর-গড়গড়ীতে শিক্ষা সামগ্রী বিতরণ
‘গড়গড়ী ইসলামী হিলফুল ফুযূল সমাজকল্যান সংস্থা’র উদ্যোগে বিগত ২১ জানুয়ারি বুধবার, দুপুর ১২টায়, লামা টুকেরবাজার উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মাওলানা মুফতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আফজল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষাসামগ্রী ও স্কুলড্রেস বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘হিলফুল ফুযূল সংস্থা ইউ কে শাখা’র প্রেসিডেন্ট জনাব এম এ জলিল, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জনাব খুরশেদ আলম।
আলোচনা রাখেন, লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, জনাব হাজ্বী ইলিয়াস আহমদ, হিলফুল ফুযূল সংস্থার ভাইস প্রেসিডেন্ট, জনাব খলিলুর রহমান, লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুন নূর (ফয়সল), সুরুজ আলী, সামসুজ্জামান শামিম, জিয়াউর রহমান, রুকসানা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ (রিপন), শাহাব উদ্দিন, রুহেল মিয়া, ফজলু মিয়া, ইকবাল হোসেন মুন্না, আব্দুস সামাদ ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতের কালামে পাক থেকে তেলাওয়াত করেন, সংস্থার সহ অর্থসম্পাদক, হুসাইন আহমদ ইকবাল।