খালেদা জিয়ার শোক নিয়ে রাজনীতি করার অবকাশ নেই : কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, খালেদা জিয়ার ছেলে হারানোর শোক নিয়ে রাজনীতি করার কোন অবকাশ নেই। আর এটি নিয়ে জনগনকে বিভ্রান্ত করা ঠিক হবে না।
তিনি গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদ পেয়ে আমি সস্ত্রীক শোক প্রকাশ ও সমবেদনা জানানোর জন্য গত সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যাই। স্ত্রীকে সঙ্গে নিয়ে ওনার অফিস রুমে প্রবেশ করে ওনাকে মূমুর্ষ অবস্থায় দেখি। ঐ রুমে ওনার নিকট আত্মীয় ছাড়া কেউ উপস্থিত ছিলনা। রুমে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
৫.১০ মিনিটে আমি বের হয়ে টেলিভিশনে বলেছি উনি খুব অসুস্থ্য অবস্থায় আছেন এবং কারো সঙ্গে দেখা করছেন না। আমার জানা মতে পরবর্তীতে তিনি কারো সঙ্গে দেখা করেন নি।
তিনি আরো বলেন, আশা করবো এ বিষয় নিয়ে রাজনীতি করার কোন অবকাশ নেই। আর জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা উচিত হবেনা।