ছাতকে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছাতক (সুনামগঞ্জ) প্রতনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে ট্রাইবুনাল কর্তৃক ফাঁসির রায় প্রত্যাখ্যান করে গতকাল রোববার ছাতক উপজেলা সদরে পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ছাতক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বাস স্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়। পৌর জামায়াতের নায়েবে আমীর ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড.সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাতক পৌর জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার নোমান আহমদ, জামায়াত নেতা হাবিবুল আহমদ জুলহাস, ক্বারী নূরুল আমিন, মাওলানা রুহুল আমিন, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ইব্রাহীম সাদেক, ছাত্রশিবির ছাতক থানা উত্তর সভাপতি আশরাফ উদ্দিন, পৌর সভাপতি শাহীন কাওছার সানী, ছাতক ডিগ্রী কলেজ শাখা সভাপতি কামরুল হাসান সবুজ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যুগে-যুগে সত্যপন্থীদেরকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র ও জুলুম নির্যাতন চালিয়েও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা স্তব্ধ করা যায়নি। বরঞ্চ জালিমদের নিশানা ইতিহাসে কলংকের ছাপ রেখে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রহসনের বিচারের মাধ্যমে জুডিশিয়ারী কিলিং চালিয়ে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না।