ওসমানীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধিঃ ওসমানীনগরে ট্রাক চাপায় আব্দুল হামিদ (২৮) নামে এক মোটর সাইকেল আরোহীর গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাশ গ্রামের আব্দুন নূরের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত ৮টার সময় ঢাকা-সিলেট মহাসড়ের তাজপুর ডিগ্রী কলেজের সামনে। রবিবার বিকাল ৪টার সময় তার জানাযা শেষে পরিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানা যায়, গত শনিবার দিবাগত রাত আটটার সময় ঢাকাগামী অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় হামিদের ব্যবহৃত মোটর সাইকেল দুমড়ে মুছড়ে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশ তেতলে যায় ।
খবর পেয়ে তাজপুর ফায়ার সাভির্সের লোকজন ঘটনাস্থলে এসে আহত হামিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত শোয়া একটার সময় চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।