সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ, মিছিল (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজান চৌধুরীর নেতৃত্বে মিছিল-সমাবেশ ও অবরোধ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার দুপুর ১টায় গোবিন্দগঞ্জ ব্রিজ থেকে মিছিলটি বের হয়ে ছাতক রোড ঘুরে কলেজের সামনে গিয়ে রাস্তায় বসে অবরোধ করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান ও যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী।
এসময় বক্তারা কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন ও বাস্তবায়নে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে এর কঠিন জবাব দেয়া হবে বলে নেতারা হুশিয়ারি উচ্চারন করেন।