যশোবন্ত রায় চৌধুরী (যীশু)’র পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

Image-47 copyবিশিষ্ট মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রতিষ্ঠাতা অধ্যাপক তাজপুর ডিগ্রী কলেজ, অধ্যাপক বিশ্বনাথ কলেজ, ধোপাদিঘীর দক্ষিণ পার নিবাসী সর্গীয় ডা. জগদীশ চন্দ্র রায় চৌধুরীর পুত্র চিরকুমার যশোবন্ত রায় চৌধুরী (যীশু) (৬৬) ১৯শে জানুয়ারী সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইহলোকের মায়া ত্যাগ করতঃ সাধনোচিত ধামে মহাপ্রয়ান করিয়াছেন। মৃত্যুকালে তিনি ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাহার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠন। তাঁদের মধ্যে রয়েছেন ছড়া কেন্দ্রের সভাপতি বিশিষ্ট ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, সাধারণ সম্পাদক ছড়াকার রানা কুমার সিংহ, কবি অধ্যাপক এ এস এম মকবুলুর রহমান, এডভোকেট নুরুল আলম খান (শাহান), কবি দুলাল চৌধুরী, কবি এখলাছুর রহমান, কবি ধ্রুব গৌতম, কবি কামরান ইবনে দিলওয়ার, বিশিষ্ট ছাড়াকার সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরী, কবি তুষার কর, কবি মোনায়েম আহমদ, বিশিষ্ট রাজনীতিবীদ জাকির আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুবলীগ নেতা হিরক দেব পাপলু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরী, ডা. তন্ময় দেব রায়, সিলেট জেলা আয়কর সমিতির সভাপতি ও আয়কর আইনজীবী ইকবালুর রহমান মোহন, বিশিষ্ট ব্যবসায়ী চিত্রশিল্পী খুরশিদ আলম, কবি শান্তা বখত, আবু বকর হীরণ, বুলবুল আহমদ, হুমায়ুন হোসেন, ফটো সাংবাদিক সৈয়দ শাহজাহান, আইনজীবি এ ইউ শহিদুল ইসলাম শাহীন, নাট্যকার হেমচন্দ্র ভট্টাচার্য্য (বাবুল) প্রমুখ। বিজ্ঞপ্তি