এক সিম দিয়ে ১৫০ দেশে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
সুরমা টাইমস ডেস্কঃ বিশ্বের ১৫০টি দেশে কোন ঝক্কি-ঝামেলা ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে ‘হোয়াটসিম’ চালু করেছে ইতালির জিরো মোবাইল নামক একটি প্রতিষ্ঠান। এই সিম দিয়ে কোন ইন্টারনেট প্যাক কেনা ছাড়াই ব্যবহারকারীরা পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা। হোয়াটসিমের দাম পড়বে ১০ ইউরো। তবে বাংলাদেশসহ বেশ কিছু উন্নয়নশীল দেশের জন্য এই সিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ ইউরো বা বাংলাদেশি টাকায় ৪৫০ টাকার মত। এছাড়া শিপিং কস্ট রয়েছে সর্বনিম্ন ৫ ইউরো। মূলত ১৫০টি দেশের ৪০০ এর বেশি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে এই সিমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। নতুন সিমে এক বছরের জন্য পাওয়া যাবে আনলিমিটেড টেক্সট মেসেজিং সুবিধা। তবে বিভিন্ন মাল্টিমিডিয়া মেসেজ যেমন, ছবি, ভিডিও কিংবা ভয়েস মেসেজ পাঠাতে ব্যবহারকারীকে ক্রেডিট কিনে নিতে হবে। আর এক্ষেত্রে কত ক্রেডিটে কী সুবিধা পাওয়া যাবে, সেটি নির্ভর করবে আপনি কোন দেশে সিমটি ব্যবহার করছেন, তার উপর।
হোয়াটসিম (http://www.whatsim.com/en ) ওয়েবসাইট থেকে কেনা যাবে সংযোগটি। এছাড়া শিঘ্রই ১০০টি দেশে স্থানীয় অপারেটরের মাধ্যমেও এটি বিক্রির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।