সুনামগঞ্জে বিজিবির ৪দিন ব্যাপী আন্ত:সেক্টর ভলিবল প্রতিযোগীতা সম্পন্ন
সিলেট সেক্টরের চ্যাম্পিয়াশীপ অর্জন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিওনের আন্ত:সেক্টরের ৪দিন ব্যাপী বার্ষিক ভলিবল প্রতিযোগীতা ২০১৫ সম্পন্ন হয়েছে।সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে ১৯ জানুয়ারী সোমবার থেকে ২২ জানুয়ারী বৃহস্পতিবার পর্য্যন্ত ৪দিন ব্যাপী ভলিবল প্রতিযোগীতায় সরাইল রিজিওনের সিলেট,শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়নমসিংহ সেক্টরের বিজিবির ৪টি টিম অংশ গ্রহন করে।
ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে ভলিবল প্রতিযোগীতার সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন সরাইল রিজিওনের পক্ষে ৮ -বর্ডারগার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার।
ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে গতকাল বৃহস্পতিবার ফাইনাল খেলায় সিলেট সেক্টর কুমিল্লা সেক্টরের সাথে প্রতিযোগীতায় অবতীর্ণ হয়ে সিলেট সেক্টর ৩ শুন্য সেটে জয়লালাভ করে চ্যাম্পিয়ানশীপ অর্জন করে।
বিকেলে ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা উপভোগ ও চ্যাম্পিয়ানশীপ অর্জনকারী দল সিলেট সেক্টর দলের ম্যানেজার ৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের অপারশেনাল অফিসার মেজর মো. কামরুজ্জামান খাঁনের হাতে ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে প্রধান অতিথি হিসাবে ট্রফি তুলে দেন সরাইল রিজিওনের পক্ষে সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল জামাল মাহমুদ সিদ্দীক পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসাবে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।