সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ানো মহৎ কাজ
———- জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম

somaj seba picসিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, কনকনে শীতের রাতে গরীব অসহায়রা অনেক কষ্টে দিনাতিপাত করে। আমাদের প্রত্যেকের উচিত সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। তাদের এই দুর্যোগ মুহূর্তে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়ানো হবে মহৎ কাজ। তাদের পাশে দাঁড়াবার এখনই সময়। সকলের সম্মিলিত উদ্যোগে শীতার্ত মানুষরা কিছুটা হলেও স্বস্তি লাভ করবে। এজন্য দুস্থ ও অসহায় মানুষদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। গত মঙ্গলবার রাতে সিলেট রেলস্টেশনসহ নগরীর বিভিন্ন পয়েন্টে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম নূরুল হক, প্রবীন সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, সহকারী পরিচালক নিবাস রঞ্জন দাশ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাঈদ, ছোটমনি নিবাসের উপ তত্ত্বাবধায়ক আছাদুর রহমান আছাদ, সমাজ সেবা অফিসার আব্দুর রফিক, সরকারী মুক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার ভুইয়া, বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ। উল্লেখ্য, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে প্রায় সাড়ে ৩০০ দুস্থদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।