বালাগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্টিত
সম্প্রতি শিক্ষা কর্মকর্তার বিরোদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ব্যাপক আলোচনা ও সমালোচনা
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার আশরাফুর রহমানের পরিচালনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আছকর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উমরপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সাদীপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রব, পশ্চিম পৈলনপুন ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ তালুকদার, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মো. সান উল্যা, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান এম.এ. মতিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। সভায় সম্প্রতি শিক্ষা কর্মকর্তার বিরোদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ব্যাপক আলোচনা ও সমালোচনাসহ স্থানীয় সংবাদকর্মীদের সত্য ও সঠিক সংবাদ প্রেরণের আহবান করা হয়।