নগরীতে জমি দখলে গিয়ে গণপিটুনি খেলেন যুবলীগ নেতাকর্মীরা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে জমি দখল করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন যুবলীগের নেতাকর্মী। মঙ্গলবার বিকালে বিমানবন্দর থানাধীন শহরতলীর মংলিপারে এ ঘটনা ঘটে। এসময় দু’জনকে আটক করে পুলিশে দেয়ার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে আটকের কথা অস্বীকার করেছেন ওসি গৌছুল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, মংলিরপার এলাকার পুনচরণ রঞ্জুর কয়েক বিঘা জায়গা দখল করতে ওই এলাকার একটি হাউজিং প্রকল্পের পক্ষে বেলাল খানের নেতৃত্বে ১০-১২ জন যুবলীগ নেতাকর্মী যান। এসময় স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুলে। একপর্যায়ে তারা যুবলীগ নেতাকর্মীদের গণপিটুনি দিয়ে ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করে।
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে জমি দখলের যাওয়ার অভিযোগ ওঠা প্রসঙ্গে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি একটি অনলাইন পোর্টালকে বলেন, যুবলীগের কোনো নেতাকর্মী জায়গা দখলে যায়নি। কেউ যুবলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন ওই পোর্টালকে বলেন, মংলিরপারে দুটি পক্ষ মুখোমুখি হয়েছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকাবাসী কর্তৃক দুই জনকে আটক করে দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।