হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি , যুবদল, ছাত্রদলের মিছিল
হরতাল ও অবরোধের সমর্থনে সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জল্লারপাড় এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জল্লারপাড় এলাকা থেকে শুরু করে রাজা ম্যানশনের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য মিফতাহ সিদ্দিকী, তিনি তার বক্তব্যে বলেন মামলা-হামলা ও পুলিশি হয়রানি করে বিএনপি ও অঙ্গসংগঠনের আন্দোলনকে স্তব্দ করা যাবে না। এই সরকারের পতন সময়ের ব্যাপার। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সদস্য মাহবুব চৌধুরী, মামুনুর রহমান মামুন, মোহাম্মদ আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, রুহুল কুদ্দুস হামজা, সিরাজুল ইসলাম, হোসেন আহমদ রুহুল, হানুর ইসলাম ইমন, জাহেদ আহমদ তালুকদার, সোহেল আহমদ, আব্দুল মালেক, ফয়জুল ইসলাম সুমন, রুবেল আহমদ, এহসানুল ইসলাম রুমেল, সামসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, শাহীন শাহ, আমিনুল ইসলাম আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি